ঈদের আগে খুলছে বিআরটি প্রকল্পের একটি অংশ: ওবায়দুল কাদের

আরো পড়ুন

রাজধানীর সঙ্গে গাজীপুরের যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আরো একটি অংশ ঈদুল আজহার আগেই চালু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই প্রকল্পের ৯১ ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। এই প্রকল্পের কারণে জনসাধারণকে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেছেন, ভোগান্তির অবসান হতে যাচ্ছে।

শনিবার (১৭ জুন) দুপুরে গাজীপুরের টঙ্গীতে সাংবাদকিদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এদিন দুপুর পৌনে ১২টার দিকে বিআরটি প্রকল্পের উত্তরার হাউজ বিল্ডিং থেকে টঙ্গীর কলেজগেট এলাকা পর্যন্ত এলিভেটেড অংশের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বিআরটি প্রকল্পের হাউস বিল্ডিং থেকে চেরাগআলী কলেজগেট পর্যন্ত সাড়ে চার কিলোমিটার এলিভেটেড অংশ খুলে দেওয়া হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিআরটি প্রকল্পের কাজ ৯১ ভাগ শেষ হয়েছে। আর হাউস বিল্ডিং থেকে চেরাগআলী কলেজ গেট পর্যন্ত এলিভেটেড অংশের কাজ ৯৫ ভাগ শেষ হয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ পুরো প্রকল্প কাজ শেষ হবে।

মন্ত্রী বলেন, সেতুর নিচের অংশটুকুতে যান চলাচল করছে। প্রকল্পটি নিয়ে অনেক ভোগান্তি হয়েছে, আশা করি ভোগান্তি আর থাকবে না।

সেতুমন্ত্রী বলেন, এখন বর্ষার মৌসুম, তাছাড়া কোরবানির পশুর গাড়ি ও যানবাহনের ধীরগতিতে চলাচলে কিছুটা ভোগান্তি হতে পারে। ভোগান্তি কমাতে গতকাল (শুক্রবার) একটি পরিকল্পনা করা হয়েছে।

এ সময় সেতুমন্ত্রী জানান, আমাদের সবচেয়ে বেশি দরকার সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা। এটি একটি চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিআরটি প্রকল্পের কাজ শেষ হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হবে কি না, সেই দ্বন্দ্বের মধ্যে ছিল। তারপরও প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের ভেতরে অনেকেই আশা করেনি পদ্মা সেতু হবে। সরকার অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছে। তার মধ্যে একটি-দুটোতে সমস্যা হতে পারে। আগামী জাতীয় নির্বাচনের আগে আমরা তেজগাঁও পর্যন্ত এলিভেটেডের অংশ ও মেট্রোরেলের কাজ মতিঝিল এলাকা পর্যন্ত শেষ করতে পারব।

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী আগে একশটি সেতুর উদ্ভোধন করে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আগামীতে আরও একশটি সেতু উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ঈদুল আজহার আগে সড়কে যানজট কমাতে পোশাক কারখানার মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়ের সচিব আমিনুল্লাহ নূরী, সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন, বিআরটির প্রকল্প পরিচালক ইসাক, মহিরুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ