ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের লাশ উদ্ধার, টি শার্টে লেখা মৃত্যুর কারণ

আরো পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় গলায় দড়ি পেঁচানো অবস্থায় সুমন সাহা (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) সকালে তিতাস নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। সুমন পৌর এলাকার কালাই শ্রীপাড়ার অশোক সাহার ছেলে।

সুমনের টি শার্টে লেখা থেকে পারিবারিক কলহের ইঙ্গিত পাওয়া গেছে। তবে লেখাটি তার হাতের কি না নিশ্চিত হওয়া যায়নি।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, সকালে পূর্ব-পাইকপাড়া এলাকায় গলায় দড়ি পেঁচানো অবস্থায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন তারা। পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃতদেহের পরনে থাকা টি শার্টে লেখা আছে: ‘আমার বাবার হক আমি পাইলাম না। আমার মেয়েরা যেন সেই হক পায়।’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ