খুলনা সিটি করপোরেশনে আবারো নগর পিতা হলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
তিনি ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট ।
সোমবার (১২ জুন) সব কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তালুকদার আব্দুল খালেক জয়ী হয়েছেন
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারই প্রথম পুরো সিটিতে ইভিএমে (ইলেট্রনিক ভোটিং মেশিন) ভোট নেয়া হয়।

