পদ্মায় গোসলে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ

আরো পড়ুন

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছে।

নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে গোসলে নামার পর তাদের আর খোঁজে পাওয়া যাচ্ছে না। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম নদীতে তল্লাশি চালাচ্ছে।

নিখোঁজ কলেজছাত্ররা হলেন, নগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার সারোয়ার সাইম (১৭) ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজামিইনুদ্দীনের ছেলে রিয়াত খন্দকার গলিব (১৭)। তারা দুইজন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, বেলা ১১টা ৩৫ মিনিটে আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে নদীতে তল্লাশি শুরু করা হয়। বিকেল ৪টা পর্যন্ত তল্লাশি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে যেতে পারে বলে ধারণা এই ফায়ার সার্ভিস কর্মকর্তার।

গালিবের ফুফু তামিনা খাতুন বলেন, বেলা ১১টার দিকে দুই বন্ধু বাড়ি থেকে গোসল করতে বের হয়েছে। ১২টার দিকে আমরা খবর পেয়েছি তারা পানিতে ডুবে গেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ