বৃষ্টির জন্য নামাজ আদায়

আরো পড়ুন

তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় বৃষ্টির আশায় ঠাকুরগাঁওয়ে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেসকার) আদায় করেছেন মুসল্লিরা।

সোমবার বেলা ১১টায় ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকার দারুস সালাম ক্বাওমি মাদরাসা প্রাঙ্গণে এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন শহরের ইসলামবাগ জামে মসজিদের ইমাম হারুনুর রশিদ। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া পরিচালনা করেন তিনি।

এ বিষয়ে ইমাম হারুনুর রশিদ বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেসকার বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ