দরজার কব্জার আড়ালে স্বর্ণ পাচারের চেষ্টায় গ্রেফতার ১

আরো পড়ুন

দরজার কব্জার আড়ালে লুকিয়ে স্বর্ণ পাচারের চেষ্টাকালে এক বিমান যাত্রীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর শুল্ক গোয়েন্দারা।

রবিবার (৪ জুন) সকালে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই-এর একটি ফ্লাইটের যাত্রী আব্দুল করিমের কাছ থেকে এক কেজি সমপরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, সকাল ৮টা ১০ মিনিটে ফ্লাই দুবাই এর এফজেড-৫৬৩ নামের ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। এ বিমানের যাত্রী ছিলেন আবদুল করিম। বিমান থেকে নেমে কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তার ব্যাগ তল্লাশি করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই সদস্যরা। এ সময় তার লাগেজে থাকা দরজার কব্জার ভিতরে সুকৌশলে রাখা ১১৬ গ্রাম ওজনের স্বর্ণের বার (২৪ ক্যারেট), ৭৪৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ড আকৃতির স্বর্ণ (২৪ ক্যারেট), ১০০ গ্রাম ওজনের চুড়ি (২২ ক্যারেট), তিনটি মোবাইল ফোন ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় ৮২ লাখ টাকা। এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ