ঝিনাইদহে পারিবারিক বিরোধে পলাশ বিশ্বাসকে ছুরিকাঘাতে হত্যা

আরো পড়ুন

ঝিনাইদহের মহেশপুরের মদনপুর উত্তরপাড়া গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পলাশ বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেনে।

শনিবার (২৭ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ ওই গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে এবং পেশায় ভ্যানচালক।

মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, বিভিন্ন সময় পলাশ বিশ্বাসের স্ত্রীর সঙ্গে হাসি-ঠাট্টা বা নানা ধরনের কথাবার্তা বলতো চাচাতো ভাই সুমন আলী। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বাগবিতণ্ডার সৃষ্টি হতো। শুক্রবার রাতেও পলাশ তার স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করে সুমনকে। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে সুমন পাশে থাকা ছুরি দিয়ে পলাশের বুকের বাঁ পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকেই সুমন পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ