ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৪ ও ২৫ মে অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে এখনো পর্যালোচনা চলছে। তবে, আজ মঙ্গলবার বিকেল নাগাদ এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, এ বিষয়ে মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। আমরা ২৪ ও ২৫ মে তারিখ বিবেচনায় রাখছি। আমরা আশা করছি, মঙ্গলবারই স্থগিত পরীক্ষার বিষয়ে জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
তিনি আরো বলেন, আমাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৩ মে। এরপর আমরা স্থগিত পরীক্ষাগুলো নিতে চাই। সে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

