কাশিমপুর কারাগারে বন্দী নারী হাজতির মৃত্যু

আরো পড়ুন

গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী এক নারী হাজতির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া নারী হাজতির নাম যমুনা বেগম (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল এলাকার মরণ মিয়ার স্ত্রী ও মৃত আরব আলীর মেয়ে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারহানা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় নরসিংদী কারাগার থেকে গত ৫ মে চিকিৎসার জন্য যমুনা বেগমকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওইদিনই তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে রাতে তাকে কারাগারে ফেরত নিয়ে আসা হয়। পরদিন ৬ মে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যমুনা বেগম মারা যান। তাকে গত ২ মে গ্রেফতারের পর প্রথমে নরসিংদী কারাগারে পাঠানো হয়েছিল।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ