কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা

আরো পড়ুন

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় জি জে কেপস এন্ড হেডওয়ার লিমিটেড কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

রবিবার (০৭ মে) রাত ৮টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টঙ্গীর সাতাইশ এলাকায় রাত ৮টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

তবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে সকাল থেকে বেতন ভাতা, ওভারটাইমসহ বিভিন্ন ইস্যুতে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের ঝামেলা চলে আসছিলো। একপর্যায়ে মালিকপক্ষ শ্রমিকদের মারধর করে। পরে বিকেলের দিকে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাঁধে।

এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার ফ্লোরে আগুন ধরিয়ে দেয়।

টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান জানান, কারখানাটিতে দেড় হাজার শ্রমিক কাজ করেন। বেতন ভাতা নিয়ে শ্রমিকদের অসন্তোষ ছিলো। পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানে ইট-পাটকেল ছুড়ে ভাঙচুর চালায়। এসময় তাদের নিবৃত্ত করার চেষ্টা করে পুলিশ। একপর্যায়ে তারা কারখানার পঞ্চম তলার ফ্লোরে আগুন লাগিয়ে দেয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ