ভালুকায় স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আরো পড়ুন

ভালুকায় এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট টেক্সটাইল মিলের ফ্যামিলি কোয়াটারের রুম থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় হোসেন আলী সরকার একাডেমির দশম শ্রেণির ছাত্র মাশরাফি বিন মূর্তজার (১৬) লাশ ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মাশরাফি রংপুর কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার ফজলুর রহমানের ছেলে। ফজলুর রহমান কম্পোজিট টেক্সটাইল মিলে মেকানিক্যাল সেকশনে চাকরি করেন।

হোসেন আলী সরকার একাডেমির প্রধান শিক্ষক আলাউল কবির সরকার জানান, মাশরাফি আমাদের স্কুলের দশম শ্রেণির অত্যন্ত মেধাবী ছাত্র ছিল।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ