খুলনার শিববাড়ী ও ময়লাপোতা মোড়ের নাম পরিবর্তন কার্যক্রম স্থগিত

আরো পড়ুন

খুলনা মহানগরীর শিববাড়ী ও ময়লাপোতা মোড়ের নাম পরিবর্তন কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) সকালে খুলনা সিটি করপোরেশনের চিফ প্লানিং অফিসার আবির-উল-জব্বার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বিষয়টি স্থগিত রাখার নির্দেশ দেন। ফলে বিষয়টি রবিবারের সভায় উত্থাপন করা হবে না।

এদিকে খুলনার দুটি মোড়ের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি জন্ম হয়। এমন কি বিষয়টি নিয়ে আন্দোলন করার কথাও বলেন নাগরিক নেতৃবৃন্দ।

এর আগে খুলনা সিটি করপোরেশনের সভার ৫ নম্বর সূচিতে নগরীর শিববাড়ী মোড়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ করা প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণর বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ