গত কয়েক দিনের তুলনায় তীব্র তাপদাহ কিছুটা কমেছে। তবে পুরোপুরি যাবে না। এ রকম অবস্থা চলবে আরো দুই দিন।
মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুননেসা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী শুক্রবারের পর ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও সামান্য বৃষ্টি হতে পারে।
তিনি জানান, শনি ও রবিবার দেশের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। ওই সময় ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, চাঁদপুর, কক্সবাজার, খাগড়াছড়ি ও পটুয়াখালী জেলা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্ট অংশসহ ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে। এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী তিন দিন দেশে বৃষ্টিসহ বজ্র বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীর ঈশ্বরদীতে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে ২২ ডিগ্রি সেলসিয়াস।

