যশোরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুকুমার দাসের চিরনিদ্রায় শায়িত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নীলগঞ্জ মহাশ্মশান শেষ কৃতী সম্পূর্ণ হয়।
শেষবারে মতো সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে নিয়ে আসা হয়।
এসময় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জেলা আওয়ামীলীগের পক্ষে জেলা সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর সদর উপজেলার চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, পৌর আওয়ামীলীগ, জেলা স্বেচ্ছা সেবকলীগ, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. প্রফেসর আহসান হাবীব, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখা, লোকসমাজ, গ্রামের কাগজ, স্পন্দন, রানার, জিলা স্কুল, সুরধুনী যশোর, সুর নিকেতন, স্পন্দন, ভবের হাট, নৃত্য বিতন, তীর্যক যশোর, চারুতীর্থ, সৃষ্টিশীল সাহিত্য সংগীত একাডেমী, নন্দন যশোর, শিল্পকলা একাডেমি যশোর, বাউলিয়া সংঘ যশোর, সম্মিলিত সাংস্কৃতিক জোট চৌগাছা, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেশবপুর, নন্দন, সনাক, যশোর সাহিত্য পরিষদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, জয়তী সোসাইটি, বিবর্তন, নান্নু চৌধুরী, শেকড় যশোর, দোতলা সাহিত্য পরিষদ, বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর ইনস্টিটিউট, সুরবিতান, বিবর্তন ঝিকরগাছা, প্রথম আলো বন্ধু সভা, প্রত্যয় থিয়েটার, ক্যানভাস থিয়েটার, কিংসুক যশোর, সম্মিলিত সংস্কৃতিক ঝিকরগাছা, উপশহর কলেজ যশোর, চাঁদের হাট যশোর, সুপ্তসুর যশোর।
প্রসঙ্গত, বুধবার রাত পৌনে ১০টার দিকে সুকুমার দাস যশোর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটে সভাপতি ছিলেন।

