স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল সোহেল রানা

আরো পড়ুন

যশোরে স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল সোহেল রানা(৩৮) নামে এক প্রবাসীর। বুধবার (১২ এপ্রিল) রাতে সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের ব্রিজের পাশে তাকে এলোপাতাড়ীভাবে কুপিয়ে খুন করা হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে মগে প্রেরণ করা হয়েছে। নিহত সোহেল রানা হালসা গ্রামের লাল্টু বিশ্বাসের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ফরিদপুর গ্রামের ফজলুল হকের ছেলে ফারাবির সাথে নিহতের স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে। এনিয়ে নিহত সোহেল অনেকবার ফারাবিকে তার বাড়িতে আসতে নিষেধ করেন কিন্তু ফারাবির আসা-যাওয়া বন্ধ ছিল না। এনিয়ে দু’জনের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ রাত ৮টার দিকে ফারাবিসহ কয়েকজন মিলে সোহেলকে একা পেয়ে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) তাজুল ইসলাম বলেন, হালসা গ্রামের লাল্টু বিশ্বাসের ছেলে সোহেল রানা নিহত হয়েছে। হত্যার ঘটনায় তদন্ত চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ