বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের প্রধানের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন শেখ সোহেল।
মঙ্গলবার শেখ সোহেল জানিয়েছেন, আগামী মৌসুম থেকে বিপিএলে তিনি আর এই পদে থাকতে চান না।
২০২৩ সালের বিপিএল শুরুর আগে দেশের এই টি-টোয়েন্টি আসরের মান নিয়ে প্রচন্ড সমালোচনা করেছিলেন সাকিব আল হাসান। গালফ অয়েল এর একদিনের প্রধান নির্বাহী হওয়ার অনুষ্ঠানে সাকিব বলেছিলেন, ‘বপিএলের একেবারে যা তা অবস্থা। খেলোয়াড়রা জার্সি পায় না, কে কখন আসছে কখন যাচ্ছে কেউ জানে না।
বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রবল সমালোচনাই করেছিলেন সাকিব, প্রশ্ন তুলেছিলেন বিপিএলের মান ভালো করার জন্য কর্তাব্যক্তিরা সৎ মনে কখনো চাননি। সাকিব বলেছিলেন, তিনি দায়িত্ব পেলে এক থেকে দুই মাসের মধ্যেই বিপিএলের সবকিছু ঠিক করে দেবেন।
এমন কথায় নিশ্চয়ই আঁতে ঘা লাগে বিপিএল গভর্নিং কমিটির প্রধান শেখ সোহেলের। তিনি বিপিএলের একটি ম্যাচ শেষে সাংবাদিকদের বলেছিলেন, প্রথমেই সাকিবকে স্বাগত জানাই, ওকে (সাকিব) ধন্যবাদ। সাকিব যদি খেলা ছেড়ে আগামী বছর বিপিএলে কাজ করতে চান, তাহলে আমাদের সিইও হিসেবে কাজ করতে পারেন। আমরা তাকে স্বাগত জানাব।
বিপিএলের গভর্নিং কাউন্সিল প্রধানের পদে সাকিব বসবেন নাকি অন্য কেউ সেই প্রশ্নের উত্তর আপাতত ভবিষ্যতের গর্ভে। বাস্তবতা হচ্ছে শেখ সোহেল সরে দাঁড়াচ্ছেন। তিনি বলেছেন, আমি আর ভবিষ্যতে বিপিএলের গভর্নিং কাউন্সিল প্রধান পদে থাকতে চাচ্ছি না। একই পদে অনেকদিন তো থাকলাম। আসলে একই পদে অনেকদিন থাকলে এক ধরনের জড়তা চলে আসে। ঘুরিয়ে ফিরিয়ে অন্য পরিচালকদেরও সুযোগ দেয়া উচিত। আর আমার শারীরিক অবস্থা ও পারিবারিক অবস্থা সব মিলিয়ে আমি আর এই পদে সামনের দিনগুলোতে থাকতে চাচ্ছি না। বোর্ড প্রেসিডেন্ট যদি আমার এই সিদ্ধান্ত মেনে নেন তাহলে আমি সরে দাঁড়াবো।

