ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে পিকআপের চাকায় পিষ্ট হয়ে পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড-মিরসরাইয়ে সীমান্তবর্তী বড়দারোগারহাট জাফরাবাদ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিরেরসরাই উপজেলার ১৫নং ইউনিয়নের কমলদো গ্রামের ব্যবসায়ী সেলিম ( ৪৩) ও তার পুত্র মিনহাজ (১০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরসরাই উপজেলার ১৫নং ওহায়েদপুরস্থল বড়দারোগারহাট জাফরাবাদ স্কুল সড়ক সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি তরমুজ বোঝাই ট্রাককে একইদিক থেকে আসা অপর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের চাকায় পিষ্ট হয়ে সীতাকুণ্ডে থেকে ঈদের কেনাকাটা করে বাড়িতে যাওয়ার পথে পথচারী পিতা-পুত্র ঘটনাস্থলে মারা যান।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত বলেন, পিতা ও পুত্রের লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

