বিদ্যুৎ বাঁচাতে সকাল সাড়ে ৭টা থেকে অফিস

আরো পড়ুন

ভারতের পাঞ্জাবে সরকারি কার্যালয়ে সকাল সাড়ে সাতটা থেকে কার্যক্রমের নির্দেশ দেয়া হয়েছে। আগামী মাসের শুরু থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শনিবার পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এ নির্দেশনা দেন।

তিনি বলেন, পাঞ্জাব সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ২ মে থেকে সব সরকারি অফিস সকাল সাড়ে ৭টায় খুলবে ও বেলা ২টায় বন্ধ হবে। নতুন অফিসের সময় আগামী ১৫ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

বর্তমানে পাঞ্জাব রাজ্যে সরকারি দফতরগুলোতে কার্যক্রম চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রাজ্যের সরকারি কর্মকর্তা–কর্মচারীসহ অনেকের সঙ্গে আলোচনার পর নতুন সময়সূচি নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্রীষ্মকালে অফিসের এ সময় পরিবর্তনের ফলে বিদ্যুতের চাহিদা কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ