শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ট্রাম্প ঘুষ দেয়ার অভিযোগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করেছে পুলিশ। ট্রাম্পই প্রথম আমেরিকার সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন। খবর বিবিসির।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে আত্মসমর্পণের কথা ছিল তার। আদালতে হাজির হওয়ার পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এরপর অন্যান্য প্রক্রিয়া শুরু হয়।
এর আগে, মামলার শুনানিতে অংশ নিতে সোমবার (৩ এপ্রিল) ফ্লোরিডা থেকে নিউইয়র্কে পৌঁছেন ৭৬ বছর বয়সী ট্রাম্প। আর মঙ্গলবার ট্রাম্প টাওয়ার থেকে গাড়িবহর নিয়ে ছয় মাইল পথ পাড়ি দিয়ে ম্যানহাটান ক্রিমিনাল কোর্ট ভবন এলাকায় পৌঁছান।
বিবিসির খবরে বলা হয়, আদালতে ঢোকার আগে ট্রাম্প গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে আদালত ভবনে ঢোকার সময় সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন তিনি। ট্রাম্পের সমর্থনে ওই এলাকায় তার সমর্থকরা জড়ো হয়েছেন। তাদের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে পুলিশ।

