বঙ্গবাজার পুড়ছে, আগুন নিয়ন্ত্রণে ৪৮ ইউনিট

আরো পড়ুন

ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে এই আগুনের খবর পেয়ে ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ৪৮টি ইউনিট।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে সেনা, নৌ, বিমানবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল, বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে এবং নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধারে অংশ নিয়েছে।

টিন ও কাঠ দিয়ে নির্মাণ করা বঙ্গবাজার দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট। ঈদের আগে এমন ভয়াবহ আগুন ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতির সম্মুখীন করল বলে জানিয়েছেন তারা।

আগুন লাগার কারণ এবং এতে কারো হতাহতের খবর এখনো জানা যায়নি।

মার্কেটের বাইরে অনেক দোকানিকে চিৎকার করে কাঁদতে দেখা গেছে। দোকান পুড়েছে তাদের। অনেকেই হারিয়েছেন ব্যবসায়ের শেষ সম্বলটুকু।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ