যশোরের পৃথক ঘটনায় ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
যশোর সদর উপজেলা ঘুরুলিয়া গ্রামে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ইউনুস (২২) নিহত হয়েছে। ইউনুস ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।
অপরদিকে, কেরাম বোর্ডে খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে নাহিদ (১৮) নিহত হয়েছেন। নিহত নাহিদ শেখহাটি তরফ নোয়াপাড়ার বাচ্চু মোল্ল্যা ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, ছোট ভাই ইউসুফ পারিবারিক বিষয় নিয়ে বড় ভাই ইউনুস সাথে ঝগড়া শুরু হয়। ঝগড়া এক পর্যায়ে ছোট ভাই ইউসুফ চাকু দিয়ে বড় ভাই ইউনুস এর বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত জখম করে।
অন্যদিকে শুক্রবার বিকেরে নাহিদ বাড়ির সামনে মোড়ের দোকানে বসে কেরাম বোর্ড খেলছিলো। খেলার সময় বন্ধুর সাথে ঝগড়া বাদে। ঝগড়াকে কেন্দ্র কর তারাবি নামাজের আগমুহূর্তে বাড়ি থেকে নাহিদকে ডেকে এনে ৫/৬ জন চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করে জরুরি বিভাগের চিকিৎসক।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, যশোরের পৃথক ঘটনায় নিহত হয়েছে দুজন। ঘটনা অনুসন্ধান করা হচ্ছে।

