সাংবাদিক শামসুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

আরো পড়ুন

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে শামসুজ্জামান জামিন আবেদন করেন। কিন্তু আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, রমনা থানা পুলিশ শামসকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়ে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডেপুটি কমিশনার মো. শহিদুল্লাহ।

শামসুজজামানকে আদালতে উঠানোর পর তাকে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী দুই মামলায় জামিন চেয়েছেন।

গতকাল ভোর ৪টায় সাভারের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় শামসুজ্জামানকে। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩২ মিনিটে তেজগাঁও থানায় শামসের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া। এটি রাত সোয়া ২টায় মামলা হিসেবে রুজু হয়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ