নিখোঁজের ২ দিন পর লাশ মিলল খড়ের গাদায়

আরো পড়ুন

দিনাজপুরে খড়ের গাদার ভেতর থেকে জিয়াবুর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যার আগে দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তাতীপাড়া গ্রামের একটি পুকুর পাড়ে খড়ের গাদার ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত জিয়াবুর রহমান (২৮) দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর কাউয়াপাড়ার শাহাবুদ্দিন শাহ ড্রাইভারের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে তাতীপাড়া গ্রামের পুকুর পাড়ে শিশুরা খেলাধুলার সময় খড়ের গাদার ভেতরে লাশ দেখতে পায়। পরে তারা স্থানীয়দের জানায়। স্থানীয়রা পুলিশকে জানালে মরদেহের সুরতহাল শেষে শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়।

কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে কে বা কারা তাকে হত্যা করে তাতীপাড়া গ্রামের পুকুরের কাছে খড়ের গাদায় লাশ লুকিয়ে রেখেছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ