চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আরো পড়ুন

বগুড়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুরে ঢাকা-বগুড়া ২য় বাইপাস মহাসড়ক থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাজু মন্ডল (২৩) উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল হোসেন মন্ডলের ছেলে।

শাজাহানপুর থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বুধবার বিকেল ৪ টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় রাজু। রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে রাজুর অটোরিকশা পাওয়া যায়নি। তার শরীরের বুক ও পিঠে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তেরর জন্য সকাল ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য রাজুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

তিনি আরো জানান, এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ