মাংসের দাম না কমলে আমদানি, দায় নেবে না এফবিসিসিআই

আরো পড়ুন

বাজারে মাংসের দাম না কমলে আমদানির প্রস্তাব করছে ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

সংগঠনটি বলছে, বাজারে মুরগির দাম লাগামহীন। রমজানে কোনো ব্যবসায়ী অসৎ কিছু করলে এফবিসিসিআই দায়ভার নেবে না। আমদানি করার জন্য সরকারকে চিঠি দেয়া হবে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এফবিসিসিআই কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দীন বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দেশের বাজারে ব্রয়লার মুরগীর দাম বৃদ্ধি অস্বাভাবিক।

তিনি বলেন, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্রয়লারের দাম কোনোভাবেই ২০০ টাকার বেশি হওয়ার কথা নয়।

জসিম উদ্দিন আরো বলেন, ব্রয়লার ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে বসা হবে। অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়ে তাদের কাছে কারণ জানতে চাওয়া হবে। যদি দাম না কমানো যায় তাহলে আগামী দুই-তিন মাস সরকারকে মাংস আমদানির অনুরোধ করা হবে।

তিনি আরো বলেন, এবারের রোজায় সব পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, সংকট হওয়ার কারণ নেই। তাই রমজানে পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের কাছে অনুরোধ করেন দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠনের সভাপতি। বাজার নিয়ন্ত্রণে এফবিসিসিআই তদারকি চালাবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে রেস্তোঁরা মালিক সমিতির নেতারা বলেন, মাংসের দাম বেড়ে যাওয়ার সংকটের পাশাপাশি মোবাইল কোর্টের হয়রানি শিকার হচ্ছেন তারা। নতুন করে হয়রানি করা হলে সকল রেস্তোরাঁ বন্ধ করে দেয়ার হুঁশিয়ার দেন সমিতির সভাপতি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ