ময়মনসিংহের নান্দাইলে নিজ ঘরের সামনে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে। এ সময় নিহতের বাবা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা।
বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের হারিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম আল আমিন (৩৫)। তিনি হারিয়াকান্দি গ্রামের রমজান আলীর ছেলে। তিনি পেশায় পান বিক্রেতা ছিলেন।
অভিযুক্ত ব্যক্তি ধীতপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মাজাহারুল (২৭)। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, আল আমিন বুধবার রাতে বাজার থেকে ফিরে ঘরে ঢোকার জন্য দরজায় পা রাখে। এ সময় পেছন থেকে এক যুবক চিৎকার দিয়ে বলে, ‘আমারে বাঁচা’। এই কথা শুনে আল আমিন ঘুরে দাঁড়াতেই ওই যুবক তার বুকের বামপাশে দা দিয়ে কোপ দেয়। পরে আল আমিন তার বাবা রমজান আলীর ঘরের দরজায় পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় রমজান আলী ঘর থেকে বের হতেই তাকেও দা দিয়ে কোপ দেয় ওই যুবক। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে রমজানকে উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ওসি আরো জানান, বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা।

