যশোরে ডোবা থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

আরো পড়ুন

যশোরের কেশবপুরে ডোবা থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার আড়ুয়া গ্রামের বাঁশবাগানের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত চা বিক্রেতা জিল্লুর রহমান (২৩) আড়ুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলী সরদারের ছেলে। তিনি উপজেলার কাটাখালি বাজারে চা বিক্রি করতেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চা বিক্রেতা জিল্লুর রহমান মঙ্গলবার রাত সাড়ে ৯টার পর থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পায়নি। বুধবার বিকেলে আড়ুয়া গ্রামের একটি বাঁশবাগানের ডোবায় এলাকাবাসী তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিখন কুমার সরকার বলেন, গ্রামের বাঁশবাগানের ডোবা থেকে জিল্লুর রহমান নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু রহস্যজনক। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ