যশোরের বাঘারপাড়ায় আবু বাক্কার মোল্লার বসতবাড়ীতে এ বছরের জানুয়ারী মাসের ৩১ তারিখ রাত ১ টার সময় চোরেরা ঘরে ঢুকে ৩ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার ও নগদ ৬০ হাজার টাকাসহ ১টি এন্ড্রোয়েড মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় আবু বাক্কার মোল্লা থানায় লিখিত অভিযোগ করে।
এছাড়াও যশোর শহর ও শহরতলীতে বিভিন্ন বাড়ীতে চুরির ঘটনায় জেলার পুলিশ সুপার (এমপি) প্রলয় কুমার জোয়ারদার জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) তদন্তের নির্দেশ দিলে ডিবি’র ওসি রুপন কুমার সরকারের তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম তদন্তে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রকে সনাক্ত পূর্বক ডিবি’র এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম শনিবার (১৮ মার্চ) তারিখ সকাল ১১ টার সময় ঝিকরগাছা থানাধীন রাজারডুমুরিয়া সাকিনে অভিযান পরিচালনা করে বাঘারপাড়ার পাঠান পাইকপাড়া গ্রামের আবু বাক্কার মোল্লার বাড়ীতে চুরি হওয়া মোবাইল ফোনসহ ২ জন চোরকে গ্রেফতারকালে ঐ দিন ভোর ৫ টার সময় ঝিকরগাছা থানাধীন কাগমারী দাসপাড়া বিজয় দাসে বাড়ী থেকে চুরি করা ০১টি ব্যাটারী চালিত ভ্যান গাড়ি, ১টি হ্যান্ড মাইকসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাঘারপাড়া থানার মামলা হয়।
পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য মতে, শনিবার গভীর রাতে চৌগাছা থানাধীন পশ্চিম কারিগরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরো ২ সদস্যকে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে চোরাই ১৪টি বাইসাইকেল, চুরি কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, তালা ভাঙ্গার সরঞ্জাম জব্দ করা হয়। চোরাই উদ্ধার বাইসাইকেল সংক্রান্তে চৌগাছা থানায় পৃথক এজাহার দায়ের করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভয়নগর থানার ইজিবাইক ছিনতাইসহ রাশেদ হত্যা মামলায় গ্রেফতারকৃত একাধিক চুরি মামলার হাজতি আসামি বিল্লাল, রাজু, তরিকুল, পারভেজ আবু বাক্কার মোল্লার বাড়ীতে চুরি সংঘটন করে তরিকুল তার হেফাজতে মোবাইল ফোন রাখে এবং শনিবার ভোরে ঝিকরগাছা থানাধীন কাগমারী দাসপাড়া থেকে একজন সবজি বিক্রেতার ব্যাটারী চালিত ভ্যান গাড়ি ও হ্যান্ড মাইকটি চুরি করে তারা। এছাড়াও যশোরের বিভিন্ন বাড়ীতে চুরি সংঘটন করেছে মর্মে তথ্য প্রদান করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মাগুরা জেলার শালিখা থানার ছয়ঘরিয়ার চাচড়া দক্ষিণপাড়া সালমা বেগমের বাসার ভাড়াটিয়া তরিকুল ইসলাম (২৫), যশোরের ঝিকরগাছা থানার আটলিয়ার পারভেজ (২২), চৌগাছার কারিগরপাড়া মাহবুবুর রহমানের বাসার ভাড়াটিয়া হাসানুর রহমান (৩০), যশোর জেলার চৌগাছা থানার বেড়গোবিন্দপুরের আলমগীর হোসেন ও তুহিন (৩৬)।

