ছবি আকাঁর শর্তে প্রবেশনে মুক্তি ২ যুবকের

আরো পড়ুন

যশোরে এক বছরের সাজা দিয়ে বাড়িতে বসে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের দৃশ্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এঁকে জমা দেওয়াসহ ১০ শর্তে দুই আসামিকে প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত।

বুধবার (১৫ মার্চ) বিকেলে অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন বেনাপোল পোর্ট থানা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে রমজানুল ইসলাম সিয়াম ও অভয়নগর উপজেলার পোড়াখালী গ্রামের মৃত আক্কাস গাজী শেখের ছেলে শাহিন আলম।

রাষ্ট্রপক্ষের এপিপি জ্যোৎস্না সাহা পুতুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই আসামিই দোষ স্বীকার করায় আদালত তাদের প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে বাড়িতে থেকেই সাজাভোগের সুযোগ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালে তাদের আটক করেন যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ মামলা চলাকালে আসামিরা দোষ স্বীকার করে নিজেদের সংশোধনের সুযোগ প্রার্থনা করেন। সেইসঙ্গে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে প্রতিজ্ঞা করেন। তার পরিপ্রেক্ষিতে বুধবার আদালত দুজনকেই এক বছর করে সাজা দিয়ে প্রবেশনে ১০ শর্তে মুক্তি দেন।

উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে নিজ বাড়ি ও সরকারি রাস্তার পাশে গাছ লাগাতে হবে। লিগ্যাল এইড সম্পর্কে সচেতন করতে হবে। মুক্তিযুদ্ধের রণাঙ্গনের দৃশ্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এঁকে প্রবেশন কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

পরে ওই চিত্র যশোর জেলায় বিভিন্ন মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনীতে উপস্থাপনের ব্যবস্থা করবেন প্রবেশন কর্মকর্তা। এছাড়া বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন এই তিনটি বই পড়বেন তারা।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ