কুষ্টিয়ায় মেম্বারকে কুপিয়ে হত্যা

আরো পড়ুন

কুষ্টিয়া জেলার দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর কাজল হোসেনকে (৪২) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। তিনি ওই ইউনিয়নের দৌলতখালী গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর ৫টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

দৌলতপুরে থানার ওসি মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে সরদারপাড়া মোড়ে তাকে ধারালো হাসুয়া দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে জখম করে স্থানীয় প্রতিপক্ষ। সেখান থেকে উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো মামলা হয়নি, তবে পুলিশ তদন্ত শুরু করেছে।

হাসপাতালে কান্নারত নিহতের ছোট ভাইয়ের স্ত্রী আরিফা খাতুন বলেন, ঘটনার পর থেকেই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন কাজল মেম্বর। স্যালাইন চলছিলো। ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী মহব্বত হোসেন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও প্রভাব বিস্তার নিয়ে সরদারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ ছিলো। এর প্রেক্ষিতে তারা এ হামলা করেছে বলে ধারণা তার।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ