যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে জন্ম নিয়েছে বিরল এক বাছুর। যার মাথা দুটি, মুখও দুটি, আর চোখ চারটি। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার তাহেরপুর গ্রামে নাসরিন বেগমের ফ্রিজিয়াম জাতের একটি গাভী এই বাছুরটি জন্ম দিয়েছে। অদ্ভুত এই বাছুরটি দেখতে নাসরিনের বাড়িতে ভিড় করছেন শতশত মানুষ। অনেকে একে প্রকতির বিষ্ময় বলেছেন।
বাছুরটির মালিক নাসরিন বেগম জানান, মঙ্গলবার রাতে স্বাভাবিকভাবেই বাচ্চা হয়েছে। তবে, দুটি মাথা থাকায় জন্মের পর থেকে স্তন্যপান করতে অসুবিধা হচ্ছে বাছুরটির।
স্থানীয় পশু চিকিৎসক আমিনুর রহমান জানান, মঙ্গলবার প্রাকৃতিক ভাবেই ফ্রিজিয়াম জাতের একটি গাভী সাদা-কালো রঙের একটি বাছুর জন্ম নেয়। জন্ম নেয়ার পর দেখা যায় বাছুরের দুটি মাথা। এরমধ্যে চারটি চোখ ও দুটি কান থাকলেও মুখ দুটি আলাদা।
এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় বলেন, বিষয়টি আমি শুনেছি। কনজেনিটাল এনোমালিসের কারনে এ ধরনের বাচ্চা জন্ম নেয়। তবে, জন্ম নেয়া বাছুর বেশি দিন বেঁেচ থাকে না।
জাগো/আরএইচএম

