কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে মো. তৌহিদ মিয়া (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে করিমগঞ্জ পৌরসভার চরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলার বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওরমদি মাদবর কান্দি গ্রামের জাহাঙ্গির মোল্লার ছেলে শাকিল মোল্লা (২১), ভেগরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মসলিম উদ্দিন মালের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), ছয়গাও ইউনিয়নের আনন্দবাজার গ্রামের সৌদি আরব প্রবাসী নাদিম মুন্সি (২৪)।
জাগো/আরএইচএম

