যশোরে বাড়ছে অনলাইন জুয়ায় আসক্তি

আরো পড়ুন

যশোর শহরের নামিদামি এক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রায়েম হাসান। বন্ধু সাকিব হোসেনের পালায় পড়ে মোবাইল ফোনে প্লে স্টোর থেকে ‘ওয়ান এক্স ওয়েট’ গেমস অ্যাপ ডাউনলোড দেন। রায়েম প্রথমে মোবাইল ব্যাংকিং নগদ থেকে ৩০০ টাকা লোড দেন। ওই গেমস খেলে ২০০টাকা লাভ করে। এরপরে বন্ধু সাকিবরে কাছ থেকে ৫০০০ টাকা ধার নিয়ে আবার ডলার কিনে খেলা করতে যেয়ে হেরে যায়। লোভের বশবত হয়ে সাকিবের সহযোগিতায় মায়ে গলার দেরভরি ওজনে সোনার চেন চুরি করে শহরের স্বর্ণপট্টিতে ৪৫ হাজার টাকায় বিক্রি করেন। আর এই সোনা বিক্রি টাকা দিয়ে দুই বন্ধু মিলে গেম খেলে পুরো টাকা হেয়ে যায়। বাবা-মা জানতে পারলে রায়েম বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

শুধু রায়েম না, যশোরের তার মতো শত’ শত’ তরুণ-তরুণী টাকা ইনকামের আশায় রাশিয়া, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ থেকে পরিচালিত এসব সাইটে জুয়া খেলা খেলছে। পাঁচশ-একহাজার টাকার বিনিয়োগে শুরু হয়ে লাখ লাখ টাকা খোয়াচ্ছে তারা। আর এসব সাইটে এজেন্ট হিসেবে কাজ করছে বাংলাদেশিরা। ফলে কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। অন্যদিকে টাকা জোগাড় করতে ঘরে মূল্যবান জিনিসপত্র চুরিসহ ছিনতাইয়ের সাথে জড়িয়ে পড়ছে জেলার তরুণ প্রজন্ম।

রায়েম বলেন, সোনা বিক্রির ৪৫ হাজার টাকা দিয়ে ‘ওয়ান এক্স ওয়েট’ গেম খেলি। প্রথমে ৪৫ হাজার টাকা থেকে ৬৫ হাজার টাকা লাভ করি। এরপরে আরো বেশি টাকা লাভে আশায় গেম খেলতে খেলতে ২ লাখ টাকা একাউন্টে জমা হয়। আর বেশি টাকা পাওয়ার আশায় খেলতে যেয়ে ফকির হয়ে গেছি।

নাম প্রকাশের অইচ্ছুক রায়েম’র মা বলেন, আগেও ঘর থেকে ছোট-খাটো জিনিস চুরি হয়েছে গুরুত্ব দেইনি। পরে জানতে পারি ছেলে অনলাইন জুয়া গেমসে আসক্ত হয়ে গেছে। ফলে পরিবারে মধ্যে অশান্তি বিরাজ করছে। তিনি আরো বলেন, ছেলের অনলাইন জুয়া খেলায় আমরা ধ্বংস হয়ে গেছি। পড়াশুনা বাদ দিয়ে সারা দিন মোবাইল নিয়ে পরে থাকে।

সাকিব হোসেন বলেন, আমাদের কাছের সব বন্ধু অনলাইন জুয়া জড়িত। আমরা টাকা লাভ করি, আবার হারি। পরিবার থেকে যখন টাকা পাইনে তখন গেমসের নেশায় আমরা চুরি ছিনতাইয়ের জড়িয়ে পরছি।

খোঁজ নিয়ে জানা যায়, ওয়ান এক্স ওয়েটের মত বেট ৩৬৫ ডটকম, ৮৮ স্পোর্টস ডটকম, রেবটওয়ে ডটকম, বেটফ্রিড ডটকম, ডাফাবেট ডটকম, বেটফেয়ার ডটকম, ইউনিবেট ডটকম, বেটভিক্টর ডটকম, নেটবেট ডটকম, টাইটানবেট ডটকম, উইনার ডটকম, পেডি পাওয়ার ডটকম, বাজীগর ডটকম, প্রেবেট৩৬৫ ডটকম, লগ১০ ডট লাইভ, ৯ক্রিকেট, বিডিটি ১০ডটকম, বেটবি২ ডটকম, বেটস্কোর২৪ ডটকম, টাকা৬৫ ডটকম, উইনস৬৫ ডটকম, জয়টি২০ ডটকম, ভিক্টর ২৬ ডটকম, ৬ক্রিকেট ডটকম, ইন্ডিতা৯৬ ডটকম, লাকবেট বিডি ডটকম, ওপেনবেট ডট লাইভ, এলবিএস২৪ ডটকম, বেট উইন ৯৬ ডটকম, স্পোর্টস ৩৩৩ ডটকম ও বেটবাটার ফ্লাই ডটকমসহ অর্ধশতাধিক জুয়ার অনলাইন সাইট রয়েছে। এসব বেটিং সাইটের মাধ্যমে শুধু শিক্ষার্থীরাই নয়, সর্বস্ব হারাচ্ছেন অসংখ্য তরুণ । সেইসঙ্গে অল্প টাকায় অধিক লাভের নেশায় পড়ে বিপথগামীও হচ্ছেন তারা ।

জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বলেন, মোবাইল অনলাইন জুয়া একধরনের নেশা, এই নেশা মানুষকে একাবারে নিঃস্ব করে দেই। অনলাইন জুয়ার জন্য পারিবারিক সহিংসতা বাড়ছে, আইনশৃঙ্খলার ওপর প্রভাব পড়ছে। পুলিশের মনিটরিং বাড়ানো হয়েছে। সবাইকে সামাজিকভাবে আরো সচেতনতা বাড়াতে হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ