রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শিরিন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) দুপুরে নিউমার্কেট থানার ওসি শফিকুল গণি সাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, ভবনটি ভেঙে ফেলা হবে কি না সে বিষয়ে রাজউক এবং সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এ ভবনে যেসব দোকান রয়েছে সেসব দোকান মালিকদের তালিকা করা হচ্ছে। যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ সেহেতু তাদের মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি শফিকুল গণি সাবু।
গতকাল রবিবার সকাল পৌনে ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে শিরিন ভবনের তিনতলায়। এতে তিনজন নিহত হন। আহত হন ১৫ জন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

