নিজস্ব প্রতিবেদক :
যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শ্রাবণী সুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, বিশিষ্ঠ সমাজসেবী ও ব্যবসায়ী মতিয়ার রহমান বাবু, যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবু কালাম আজাদ লিটু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, সাংস্কৃতি কর্মী হারুন আর রশিদ। স্বাগতিক বক্তব্যে রাখেন শিক্ষানুরাগী সদস্য দীপংকর দাস রতন।
জাগো/আরএইচএম

