তুরস্কের পূর্বাঞ্চলে আরো একটি ভূমিকম্প আঘাত হেনেছে যার মাত্রা ছিল ৫.৬ । এখন পর্যন্ত একজন মৃত্যুসহ আহত হয়েছে কমপক্ষে ৬৯ জন।
এর আগে ৬ ফেব্রুয়ারি আঘাতহানা ৭.৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের বেশ কয়েকটি এলাকা ও সিরিয়ায় তুর্কি সীমান্ত ঘেঁষা অঞ্চলে ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরো হাজার হাজার মানুষ।
আজ সোমবারের ভূমিকম্পটির কেন্দ্র ছিল মালাতিয়া প্রদেশে ইসিলিউরত শহরে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, কাহরামানমারাসে একটি কারখানা ধসে পড়ায় এক ব্যক্তি মারা গেছে। আহত হয়েছে আরো ৬৯ জন।
ইসিলিউরত শহরের মেয়র জানিয়েছেন, এই ভূমিকম্পে একটি চারতলা ভবনসহ বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। সেখানে আটকে পড়েছে বেশ কয়েকজন।
জাগো/আরএইচএম

