মাগুরায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেলো কারারক্ষীর

আরো পড়ুন

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের হাটগোপালপুর এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদ মোল্লা (২৪) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে হাটগোপালপুর বাজার এলাকার তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জিহাদ নড়াইল জেলার লোহাগড়ার সিরাজ মোল্লার ছেলে এবং কুষ্টিয়া কারাগারে কর্মরত বলে জানা গেছে।

নিহতের বন্ধু ও মাগুরা কারাগারের কারারক্ষী অনির্বান পাণ্ডে জানান, নড়াইলে বাড়িতে তিনদিনের ছুটি কাটিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন জিহাদ।

রবিবার জিহাদ আমার কারাগারে আসে ভোর ৫টায়। এরপর অন্য ব্যাচমেট ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে চলে যায়।

এরপর সন্ধ্যায় একটা ফোন পায় সে হাটগোপালপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। পরে সদর হাসপাতালে এসে দেখি জিহাদ আর নেই। তার পরিবারকে খবর দেয়া হয়েছে।

মাগুরা সদর হাসপাতালের রিজার্ভ পুলিশ হিরনময় জানান, মরদেহ অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ