যশোর প্রতিনিধি
যশোরে ঝিকরগাছায় বাকড়া বল্লা ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নাইজেরিয়ার ফুটবলার সাইমন মাটিকোমরা ফুটবল একাদশ দলের হয়ে অংশগ্রহণ করেন। বিদেশি এই ফুটবলারের পায়ের জাদু দেখতে মাঠে ভিড় করে উৎসুক জনতা। ফাইনালে ৪-০ গোলে উলাসী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মাটিকোমরা ফুটবল একাদশ।
খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় বল্লা বিএনকে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ। মাঠে জায়গা না পেয়ে আসেপাশের বাড়ির ছাদে বসেও খেলা দেখেছে হাজার হাজার দর্শক। খেলা দেখতে আসা মাটিকোমরা ফুটবল একাদশের টিম কর্মকর্তা জুয়েল আহমেদ ঝিনুক বলেন, জীবনে অনেক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দেখেছি। কিন্তু এমন দর্শকভরা মাঠে উত্তেজনাপূর্ণ খেলা কোনো দিন দেখিনি। এতো বেশি দর্শক ছিল, যেন পা ফেলার জায়গা নেই।
তিনি আরো বলেন, নাইজেরিয়ার ফুটবলার সাইমন কথা শুনে মাঠে এতো দর্শক মাঠে এসেছে। নাইজেরিয়ার সাইমনও তার পায়ের নৈপূণ্য দেখিয়ে দর্শক ও সমর্থকের মন জয় করে নিয়েছে।
যশোর শহর থেকে খেলা দেখতে মাঠে আসেন মুমিত। তিনি বলেন, কয়েকদিন আগে থেকেই ফাইনাল ম্যাচের কথা জানি। মূলত এখানে এসেছি নাইজেরিয়ার ফুটবলার সাইমনের খেলা দেখতে। বিদেশি এই ফুটবলার খেলায় অসাধারণ কিছু ড্রিবলিং করেছে যা খুবই ভালো লেগেছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।
বল্লা বিএনকে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ সুমন ভক্ত, ঝিকরগাছা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুসা, ঝিকরগাছা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদের, ঝিকরগাছা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিমুল হাবিব শিপার, ঝিকরগাছা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু, যশোর যুবলীগের সহ সভাপতি আজহার আলী, ঝিকরগাছা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিমুল হক সালাম, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ঝিকরগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, নির্বাসখোলা চেয়ারম্যান খাইরুজ্জামান, বল্লা দাখিল মাদরাসার সভাপতি নজরুল ইসলাম, বল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মাহবুুবুল আলম, বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক রেজা নুর ।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কনসালটেন্ট ডা. নাহিদুজ্জামান সাজ্জাদ। অনুষ্ঠান পরিচালনা করেন বল্লা যুব সমাজ ও গ্রামবাসী আহবায়ক আজাহারুল ইসলাম মিথুন।

