সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কোটি ৬৬ লাখ টাকার সোনার বারসহ পাচু সরকার (৫২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা নামক স্থান থেকে এ সোনার বারসহ তাকে আটক করা হয়।
আটক পাচু সরকার বলদঘাটা গ্রামের দুর্গা চরণ সরকারের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় একটি প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৮টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। আটক সোনার বারের মূল্য ১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা।
তিনি আরো জানান, আটক পাচু সরকারকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

