বল্লমের আঘাতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

আরো পড়ুন

মাগুরার সদর উপজেলায় এক ব্যবসায়ীকে বল্লম দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ জোয়ারদার (৪৫) উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত মুনসিয়ার মোল্লার ছেলে ও গোপালপুর বাজারের একজন ব্যবসায়ী।

নিহতের ভাই সাইদ জোয়ারদার জানান, জাহিদ জোয়ারদার শনিবার বিকালে ধানক্ষেতে সার দেওয়ার সময় দুর্বৃত্তরা তাকে বল্লম দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ফেলে রাখে। গুরুতর আহত অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মারা যায়।

মাগুরা সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো কেউ গ্রেফতার হয়নি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ