আ.লীগ ফের ক্ষমতায় আসলে দিনাজপুর-ঢাকা রুটে চলবে বুলেট ট্রেন

আরো পড়ুন

ফের আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দিনাজপুর-ঢাকা রুটে বুলেট ট্রেন চলাচল করবে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

হুইপ বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় কোনো সাংবাদিকের উন্নয়ন হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জন্য আলাদাভাবে ভাবছেন। বর্তমানে জীবনদশায় সাংবাদিকরা সহযোগিতা পাচ্ছেন। সকল অসুস্থ ও অসহায় সাংবাদিকদের সহযোগিতা করার ব্যবস্থা হচ্ছে। কোন সাংবাদিক মারা গেলে ভবিষ্যতে তাদের পরিবারকে অনুদান দেয়া হবে।

তিনি আরো বলেন, দিনাজপুরে আইটি ইনকিউবেটর চালু হলে দিনাজপুরবাসী ও সাংবাদিকরা উপকৃত হবেন। দেশ ডিজিটাল হয়ে গেছে। আমরা এখন যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি সাংবাদিকরা ইতোমধ্যেই স্মার্ট হয়ে গেছেন। দেশের উন্নয়নে সবাইকে আবারো নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মমিনুল করিম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহীন হোসেন।

পরে বিভিন্ন মিডিয়ায় কর্মরত ১০ জন সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বরাদ্দকৃত অনুদানের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

আরো পড়ুন

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ