কারাগারে মাদক মামলার কয়েদির মৃত্যু

আরো পড়ুন

জয়পুরহাট জেলা কারাগারে কয়েদির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার (২৫ জানুয়ারি) রাত ৩টার দিকে মাদক মামলার ওই আসামির মৃত্যু হয়।

মৃত আব্দুল মোমিন (৩৭) জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকার মজিবর রহমানের ছেলে এবং হাজতি নম্বর ১৪০৯/২২।

তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ছিল এবং ২০২২ সালের ১৫ এপ্রিল মাদকসহ আব্দুল মোমিনকে গ্রেফতার করে কারাগারের পাঠায় জয়পুরহাট থানা পুলিশ।

জয়পুরহাট জেলাখানার সুপার নিতেশ চাকমা জানান, মাদক মামলায় জেলহাজতে থাকা আব্দুল মোমিন মঙ্গলবার রাতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে তাকে জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাত ২টা ৫৫ মিনিটে মৃত্যু ঘোষণা করেন।

জেলা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুন্নবী জানান, আব্দুল মোমিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শহীদ হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ