যশোরে ফেনসিডিলসহ জেলা পরিষদের সাবেক সদস্য ধরা

আরো পড়ুন

যশোরে ৫০ বোতল ফেনসিডিলসহ জেলা পরিষদের সাবেক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার রাত পৌনে ১১টার দিকে জেলা পরিষদের সাবেক সদস্যসহ দুইজনকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাত পৌনে ১১টার দিকে এসআই আব্দুল্লাহ আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নতুন খয়েরতলার হার্টিকালচার সেন্টারের সামনে ফেনসিডিল বিক্রির জন্য মাইক্রোবাসসহ কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। এ খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১৫-৫৫৯৮) থাকা কাজী নিয়াজ মোর্শেদ ফিরোজ (৩১) নামে এক যুবক ডিবি পুলিশ দেখতে পেয়ে একটি স্কুলব্যাগ নিয়ে বের হয়ে পালানোর চেষ্টা করেন। সাথে সাথে তাকে আটক করা হয়। কাজী নিয়াজ মোর্শেদ ফিরোজ সদর উপজেলার দিয়াপাড়া গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে। আটকের পর তার কাছে থাকা স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে আটক কাজী নিয়াজ মোর্শেদ ফিরোজ ডিবি পুলিশকে জানান, ইকবাল হোসেন নামে এক ব্যক্তির কাছে ফেনসিডিল বিক্রির জন্য তিনি সেখানে অবস্থান করছিলেন। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পালবাড়ি মোড়ে অভিযান চালিয়ে ক্রেতা ইকবাল হোসেনকে আটক করে ডিবি পুলিশ। আটক ইকবাল হোসেন বাঘারপাড়া উপজেলার পারকুল গ্রামের মৃত আকবার আলী মোল্লার ছেলে। এ ঘটনায় আটক দুই জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বাঘারপাড়া এলাকার একটি সূত্র জানায়, আটক ইকবাল হোসেন জেলা পরিষদের সাবেক সদস্য।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ