নোয়াখালীতে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু

আরো পড়ুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দুইজন হলেন,উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের বজু মিয়া ওরফে বজু মাঝি ও তার ছেলে মানিক ।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মানিক মারা যায়। এর আগে, মঙ্গলবার ১৭ জানুয়ারি নিজ বাড়িতে মারা যায় তার বাবা।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, শনিবার ১৪ জানুয়ারি সকাল ৮টা দিকে মানিক গোয়ালঘর থেকে তাদের পালিত দুটি গরু বের করে বাহিরে বেঁধে রাখেন। ওই সময় আসস্মিক গরু দুটি তাকে আক্রমণ করে মাঠিতে ফেলে দেয়। তখন ষাঁড় গুলো এলোপাতাড়ি লাথি মারতে থাকে এতে তার পিঠের হাড় ভেঙ্গে যায়। গুরুত্বর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭টায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এক বছর আগে মানিকের বাবা বজু মিয়াকে গরু আক্রমণ করে। এতে তিনি গরু বাধার রশির খুটির আঘাতে পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন। ওই আঘাতে তার পায়ে পচন দেখা দেয়। এক বছর গুরুত্বর অসুস্থ থাকার পর তিনিও ১৭ জানুযারি মারা যান।

ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) অজি উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা কৃষক পরিবার। বাবা-ছেলে দু’জনই গরুর আক্রমণে অসুস্থ হয়ে মারা যায়। বাবার মৃত্যুর আটদিন পর ছেলেও মারা যায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ