চট্টগ্রামে বিষপানে দুই বোনের রহস্যজনক মৃত্যু

আরো পড়ুন

চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় বিষপানে রাহিমা (২২) ও ফজিলা (১৯) নামে দুই বোনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তারা দুইজনই পোশাক কারখানায় চাকরি করতেন।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের মটবাড়িয়া থানায়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, আমরা চমেক হাসপাতাল থেকে বিষপানে মারা যাওয়া দুই বোনের লাশ পেয়েছি। এরপর তদন্ত করে বলতে পারবো, কোন রহস্য আছে কি না।

তাদের বড় বোন নাজমা আখতার বলেন, রাতে খবর পেয়ে আমি তাদের বাসায় যাই। পরে দেখি দুই জনই গুরুতর অসুস্থ। রাত পর্যন্ত পর্যবেক্ষণ করে সকালে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে দুপুরে চমেক হাসপাতালে ছোট বোনকে ভর্তি করানোর পর চিকিৎসক মৃত ঘোষণা করে। এরপর বড় বোনও অসুস্থ হলে হাসপাতালে ভর্তির পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ