কেরানীগঞ্জে ইমাম সমিতির সভাপতির গলাকাটা লাশ উদ্ধার

আরো পড়ুন

ঢাকার কেরানীগঞ্জের পশ্চিম বরিশুর এলাকায় পেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা আহসান উল্লাহর (৪৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় নিজ ফ্লাটের রান্নাঘর থেকে গলাকাটা অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদান্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা উৎঘাটনে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। হত্যাকারিকে ধরতে বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে।

নিহতের বড় ছেলে মো. ঈসান বলেন, রাতে বাবাকে নিয়ে বেডরুমে একসাথে ঘুমিয়ে ছিলাম। ভোরে বাবা ফজরের নামাজ আদায়ের জন্য বিছানা ছেড়ে উঠে যান। আমি ঘুম থেকে জেগে রান্নাঘরে বাবার গলাকাটা লাশ দেখতে পাই। ঘটনার পর থেকে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

নিহত মুফতি আহসান উল্লাহ জাতীয় ইমাম পরিষদ কেরানীগঞ্জ উপজোলা শাখার সভাপতি ও মডেল থানার ব্রাহ্মণকৃত্তা এলাকায় একটি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন।

এ ব্যাপার কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ