বেসাময়িক বিমান ,পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও যশোর কালেক্টরেট স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মহিবুল হক বলেছেন, আমি যশোরের ডিসি থাকাকালীন কালেক্টরেট কর্মচারীদের অনুরোধে এ স্কুল করার কার্যত্রম শুরু করি। সকলের আন্তরিক প্রচেষ্টায় স্কুলটি এ পর্যায়ে এসে পৌঁছেছে।পরবর্তীতে কর্মকর্তারা এ স্কুলটি প্রতিষ্ঠার ক্ষেত্রে অবদান রেখেছেন।
আজ সোমবার (১৬ জানুয়ারি) যশোর কালেক্টরেট স্কুলের উদ্যোগে স্কুল অডিটোরিয়োমে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ মনোয়ার হোসেন, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, কালেক্টরেট স্কুলের প্রাক্তণ অধ্যক্ষ সুলতান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ২২ সালের এসএসসি পরীক্ষায় ডিপিএ-৫ ৬১ জন ও শতভাগ উপস্থিত থাকা ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
জাগো/আরএইচএম

