কোস্ট গার্ডের অভিযানে জব্দ হলো ২ লাখ ইয়াবা

আরো পড়ুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রবিবার দিবাগত রাতে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন সাবরাং নোয়াপাড়া নাফ নদী থেকে এসব ইয়াবা জব্দ করে।

কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। সাবরাং নোয়াপাড়া নাফ নদী দিয়ে মিয়ানমার সীমান্ত থেকে একটি ডিঙ্গি নৌকা বাংলাদেশ সীমানার দিকে আসতে দেখেন তারা। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা সেটিকে থামার সংকেত হয়। এসময় মাদক কারবারিরা নৌকা থেকে দুটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তা নদীতে ফেলে দ্রুত নৌকাটি নিয়ে মিয়ানমারে পালিয়ে যায়।

তিনি আরো জানান, বস্তাগুলোর ভেতর তল্লাশি করে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ