ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলা

আরো পড়ুন

ঠাকুগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪’র জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকে ছুরিকাঘাতে আহত করার খবর পাওয়া গেছে।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরের শিবগঞ্জ বাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটে৷

আহত সাংবাদিক আব্দুল লতিফ লিটু বলেন, তারা আমাকে কয়েকদিন থেকে হুমকি দিয়ে আসছিল। হামলাকারীরা মাদকসেবনসহ এলাকায় নানা অপকর্ম করে থাকে ৷ সন্ধ্যায় আমি চায়ের দোকানে বসে ছিলাম৷ এমন সময় কয়েকজন এসে আমাকে টানা হেঁচড়া এবং মারধর করে, এরপর ছুরি দিয়ে আমার মাথায় আঘাত করা চেষ্টা করলে আমি মাথা সরিয়ে নিলে আমার কানে লেগে এবং দ্বিখণ্ডিত হয়ে যায়। অভিযুক্ত রাশু আমার কানে আঘাত করে। আমি এর সুষ্ঠু বিচার চাই৷

পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা৷ বর্তমানে তিনি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রংপুর বিভাগের সাংবাদিকরা৷

ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ