নিজস্ব প্রতিবেদক
বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থীদের সাফল্য অর্জন করেছে।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির আয়োজনে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত শুক্রবার বিজ্ঞান অলিম্পিয়াড (২০২৩) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় ১০টি পুরস্কারের মধ্যে সরকারি মাইকেল মধুসূদন কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা ১ম স্থানসহ ৭ শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছে। এরা হল দ্বাদশ শ্রেণির প্রীতি মন্ডল তিশা ১ম স্থান অর্জনসহ অরিজিত রাহা, সুরাইয়া আহমেদ লারা, সাদমান সাকীর ইরাম, পারভেজ রওশন সরদার, রাবেয়া সুলতানা জ্যোতি ও মির্জা মাহী ফেরদৌস শিক্ষার্থী পুরস্কার অর্জন করে।
অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার রবিবার বিজয়ীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বেশি বেশি বিজ্ঞান চর্চার আহবান জানান।
জাগো/আরএইচএম

